ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফেভারিটরা জেতে না, তাই আর্জেন্টিনাও ফেভারিট নয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১ জুন ২০১৮

ফেভারিটরা কখনো বিশ্বকাজ জেতে না। আর তাই আর্জেন্টিনাও ফেভারিট নয়। আগামী বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রত্যাশার চাপ থেকে মুক্ত করতেই মেসিদের ‘আনফেভারিট’ বললেন ৮৬ এর বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যারাডোনা।

চারবছর আগে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। পরে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে উঠেও জিততে ব্যর্থ আলবিসেলেস্তেরা। টানা তিন ফাইনালে এভাবে খালি হাতে ফেরার কারণ হিসেবে ম্যারাডোনা বলছেন পাহাড়সম প্রত্যাশার চাপের কথাই। যে কারণে নিজের ফেভারিট দলের তালিকা থেকে আপাতত মেসিদের বাদ রাখছেন বিশ্বকাপজয়ী এ ফুটবলার।

মেসি সম্পর্কে ম্যারাডোনা বলেন, তাকে বারবার নিজেকে প্রমাণ করতে হবে না। শুধু মনের আনন্দে মাঠের খেলাটা খেলে যেতে হবে। আমি সাম্পাওলিকে(আর্জেন্টিনা কোচ) চিনি না। জানি না সে কীভাবে দলকে খেলায়। কিন্তু আমি দলের অনেক খেলোয়াড়কে জানি, যারা তাদের সর্বস্বটা উজাড় করে দিতে প্রস্তুত।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি