ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কারো কথায় কান না দিতে বললেন ম্যারাডোনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ১ জুন ২০১৮

এবারের ফুটবল বিশ্বকাপের বাঁশি বেজে উঠেছে। তাই সবার মুখে এখন শুধুই প্রিয় দল, খেলোয়াড়দের নিয়ে ভক্তদের জল্পনা কল্পনা। যেন উন্মাদনায় ভাসছে গোটা ফুটবল বিশ্ব। কেউ মেসি বন্দনায়, কেউ নেইমার, রোনালদো সালাহদের নিয়েও মজেছে ভক্তরা।

তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে আর্জেন্টাইন ফুটবলার মেসিকে নিয়ে। ভিনগ্রহের এ ফুটবলারের যে বিশ্বকাপ ট্রফিটা জেতা ছাড়া আর সব স্বপ্নই পূরণ হয়েছে এক জনমে। বিশ্বকাপে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার  আগে  ফুটবল জাদুকর জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কাছ থেকে সুপরামর্শ নেবেন না তা কি হয়?  

কারও কথায় কান না দিয়ে খেলা উপভোগ করা। যত দিন সম্ভব খেলা চালিয়ে যাওয়ার মন্ত্র দিলেন ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, আমি মেসিকে কোনো কিছু না ভেবে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেব। নিজের খেলা উপভোগ করতে বলব। ও বিশ্বকাপ জিতুক বা না জিতুক, সমালোচকদের কথায় কান দেওয়ার দরকার নেই। আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবল কারও কাছে মেসির নতুন করে কিছু প্রমাণ করার নেই।

১৯৮৬ সালের বিশ্বকাপের আর্জেন্টাইন নায়ক আরও বলেন, আমি সাম্পাওলিকে চিনি না। আমি জানি না ও কেমন খেলত। তবে আমি আর্জেন্টিনা দলের অনেক ফুটবলারকে জানি। আমি নিশ্চিত ওরা নিজেদের সবটুকু উজাড় করে দেবে। আমার মনে হয় ওদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ আছে।

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি