ফিরেই নেইমারের গোল
প্রকাশিত : ০০:০৬, ৪ জুন ২০১৮
তিন মাসের বেশি সময় পর মাঠে নেমেই জ্বলে উঠলেন নেইমার। করলেন দুরন্ত একটি গোল। নেইমার-ফিরমিনোর গোলে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারাল তিতের ব্রাজিল। এই গোল করার মাধ্যমে নিজের ফুটবল প্রতিভার প্রমাণ দিলেন তিনি।
এর আগে তিনি পিএসজিতে খেলার সময় মার্সেইয়ের বিপক্ষে চোট পেয়েছিলেন ২৫ ফেব্রুয়ারি। এরপর থেকে তিনি বিশ্রামে ছিলেন।
এই ম্যাচে শুরুর একাদশে নেইমারকে মাঠে নামাননি ব্রাজিল কোচ তিতে। তাকে দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যাবে বলে জানান তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই যে দেখা যাবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। ফার্নান্দিনহোকে রেখে দ্বিতীয়ার্ধে পিএসজি তারকাকে মাঠে নামান ব্রাজিল কোচ। এরপর ব্রাজিল ভক্তরা অপেক্ষায় ছিলেন নেইমার ছন্দ দেখার।
এইভাবে নেইমার সমর্থকদের সেই প্রত্যাশা পুরণ করলেন ম্যাচের ৬৯ মিনিটে। উইলিয়ান দারুণ এক বল পাস দেন কৌতিনহোকে। তিনি নেইমারকে বুদ্ধিদিপ্ত এক পাস দেন। তার পাস ধরে লক্ষ্যভেদ করেন ব্রাজিল ফরোয়ার্ড।
এমএইচ/এসি