চূড়ান্ত দল ঘোষণায় চমক দেখাল জার্মানি
প্রকাশিত : ১২:৩৯, ৫ জুন ২০১৮
রাশিয়া বিশ্বকাপের জন্য জার্মান দল ঘোষনা করেছেন কোচ জোয়াকিম লো। সোমবার এ দল ঘোষণার মধ্য দিয়ে বড় ধরনের চমক দিলেন লো। আর সেই চমকের অংশ হলো ম্যানসিটির উইঙ্গার লিরয় সানে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটির অন্যতম সেরা তারকাকেই দলে রাখেনি কোচ। তবে সানে না থাকলেও যে থাকার আশাও করেনি সেই জুলিয়ান বার্নডট আবার ঠিকই জায়গা পেয়ে গেছেন দলে।
যার গোলে ২০১৪ সালে জার্মানি জিতে নিয়েছিল বিশ্বকাপ সেই মারিও গোটজেকে বাদ দিয়েই এর আগে জার্মানি ঘোষণা করেছিল ২৭ সদস্যের দল। চমকে দিয়ে প্রাথমিক দল দেওয়া লো কিন্তু এবার একটু চমকে দিলেন ২৩ সদস্যের মূল দলে উইঙ্গার লিরয় সানেকে না রেখেই।
সানে ছাড়া প্রাথমিক দলের আরো তিনজন জায়গা পাননি রাশয়া বিশ্বকাপের চূড়ান্ত দলে। আরেক ফরোয়ার্ড নিলস পিটারসেন, ডিফেন্ডার জোনাথন তাহ ও গোলরক্ষক বানার্ড লেনো যাচ্ছেন না রাশিয়ায়।
এবারের বিশ্বকাপে জার্মানি পড়েছে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, পানামা ও তিউনিসিয়া। বিশ্বকাপে নিজেদের প্রথম লড়াইয়ে ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
২৩ সদস্যের জার্মান স্কোয়াড-
ম্যানুয়েল ন্যুয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগান ও কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডারস
জেরোম বোয়েটাং, মাথিয়াস গিটার, হোনাস হেক্টর, ম্যাট হ্যামেলস, হোশুয়া কিমিচ, মারভিন, আন্তোনিও রুদিজার ও নিকলাস সুলে।
মিডফিল্ডার
হুলিয়ান ড্র্যাক্সলার, হুলিয়ান ব্র্যান্ড, গুন্দোগান, স্যামি খেদিরা, টনি ক্রুজ, মেসুত ওজিল, লিওন গোরেজ্জা, মার্কো রিউস ও সেবাস্তিয়ান রুডি।
ফরোয়ার্ড
মারিও গোমেজ, টিমো ওয়ার্নার ও থমাস মুলার।
একে//