ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডের ক্রিকেট কোচের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৮ জুন ২০১৮

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মাইক হেসন। পারিবারিক কারণ দেখিয়ে বিশ্বকাপের এক বছর আগে পদত্যাগ করলেন তিনি।

বৃহস্পতিবার অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মাইক হেসন। চলতি বছরের জুলাইতেই অবশ্য হেসনের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হতো। কিন্তু আর মাত্র এক বছর পরেই ক্রিকেট বিশ্বকাপ। তাই হেসনকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চেয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তবে সিদ্ধান্তের ব্যাপারে অনড় হেসন।

ছয় বছর দায়িত্ব পালনকালে ক্রিকেটের তিন ফর্মেটেই ব্ল্যাকক্যাপসদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া ৪৩ বছর বয়সী হেসন দলটির সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ভবিষ্যত কোচ হিসেবে দেখছেন। তার মতে ম্যাককালাম হবেন ব্ল্যাকক্যাপসদের এ যাবৎকালের সেরা কোচ।

হেসন বলেন, তিনি নতুন কোনও দায়িত্ব নিচ্ছেন না এবং পুরোপুরি সতেজ হতে ও পরিবারকে আরো বেশি সময় দিতেই পদত্যাগ করেছেন।

হেসনের অধীনে নিউজিল্যান্ড ৫৩ টেস্টের মধ্যে ২১টিতে জয়ী ও ১৩টি ড্র করেছে। এ ছাড়া ১১৫ ওয়ানডের মধ্যে ৬৫টিতে এবং টি২০তে ৫৯টির মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। হেসনের অধীনেই ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি