কিউইদের সংগ্রহ ৫০ ওভারে ৪৯০
প্রকাশিত : ২৩:০২, ৮ জুন ২০১৮
অকল্পনীয় অথচ বাস্তব। অবিশ্বাস্য কিন্তু সত্য। তনয়াদের ক্রিকেট অথচ রোমাঞ্চকর। ৫০ ওভারের ক্রিকেটে অনন্য রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের তনয়ারা। ৫০ ওভারে কিউই তরুণেরা তুলেছেন ৪৯০ রান। আইরিশ মেয়েদের বিপক্ষে এই রান তোলেন তারা।
২০০৮ সালের জুলাইয়ে আইরিশদ ছেলেদের বিপক্ষে ২ উইকেটে যে ৪০২ করেছিল নিউজিল্যান্ড ছেলেদের দল, সেটি কোনো রেকর্ড ছিল না। ছেলেদের ওয়ানডেতে এখন সর্বোচ্চ রানের রেকর্ডটি ইংল্যান্ডের। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করেছিল ইংলিশরা।
মেয়েদের ওয়ানডেতে আগের সর্বোচ্চ স্কোরটাও ছিল নিউজিল্যান্ডের। ১৯৯৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে কিউই মেয়েরা করেছিল ৫ উইকেটে ৪৫৫। ২১ বছর পর নিজেদের রেকর্ডই ভাঙল কিউই মেয়েরা।
সুজি বেটস-জেস ওয়াটকিনের ওপেনিং জুটি এনে দেন ১১৩ বলে ১৭২ রানের উড়ন্ত সূচনা। ওয়াটকিন ৬২ রানে ফিরলেও অধিনায়ক বেটস খেলেছেন ৯৪ বলে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর সঙ্গে ঝড় তুলেছেন তিনে নামা ম্যাডি গ্রিনও। ৭৭ বলে ১২১ রান করে আইরিশ মেয়েদের লালবাতিই জ্বালিয়ে দিয়েছেন গ্রিন! শেষ দিকে অ্যামিলিয়া কেয়ারের ৪৫ বলে অপরাজিত ৮১ রানের আরেকটি ঝোড়ো ইনিংস আয়ারল্যান্ডের সর্বনাশের চূড়ান্ত করেছে! ৪৯১ রানের অসম্ভব লক্ষ্যে খেলতে নেমে আইরিশ মেয়েরা প্রতিবেদন লেখা পর্যন্ত করেছে ২৪ ওভারে ৪ উইকেটে ৮৮।
এমজে/