গোপনে বিমানবন্দর ছাড়লেন সাকিবরা
প্রকাশিত : ২৩:৩১, ৮ জুন ২০১৮
টানা তিন ম্যাচ আফগানিস্তানের কাছে হারের পর লজ্জায় পরেছেন সাকিব বাহিনী। ধবলধোলাই হওয়ার পর দেরাদুন থেকে দেশে ফিরেছে আজ বিকালে। কিন্তু তাদের কেউ সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাননি। দলের বেশির ভাগ সদস্য লুকিয়ে বিমানবন্দার ছেড়েছেন। তবে আগে থেকে অনুমান করা যাচ্ছিল যে খেলোয়াড়েরা সংবাদকর্মীদের সামনে আসবেন না।
খেলোয়াড়দের চোখে মুখে বিষণ্নতা স্পষ্ট দেখা গেল। সাকিব আল হাসান চোখের পলকে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমদুউল্লাহদের দেখাই মিলল না। সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার, আবুল হাসান, মেহেদী হাসান মিরাজদের মুখে দেখা গেল রাজ্যের আঁধার!
অন্যদিকে দলের কঠিন সমেয় যিনি মিডিয়া সামলান, সেই ম্যানেজার খালেদ মাহমুদ পর্যন্ত আজ লুকিয়ে বাঁচলেন! বাংলাদেশ দল এই মুহূর্তে এতটাই নির্বাক, কারও যেন কিছু বলার নেই। ভাষা হারিয়ে ফেলেছেন সবাই! আফগানিস্তানের কাছে ধবলধোলাইয়ের পর আর কীই–বা বলার থাকে! বিমানবন্দর থেকে নাহয় লুকিয়ে বাঁচা গেল। কিন্তু পরিসংখ্যান-রেকর্ড থেকে কি সহজে মুক্তি মিলবে? আফগানদের কাছে ধবলধোলাই—এই তিক্ত স্মৃতি অবশ্যই বহুদিন তাড়া করে ফিরবে বাংলাদেশকে।
উল্লেখ্য, বাংলাদেশ ভালো খেললে তো কথাই নেই, মোটামুটি পারফরম্যান্সের পরও বিমানবন্দরে বিসিবি কর্তাদের ভিড় লেগে যায়। গত মার্চে নিদাহাস ট্রফির ফাইনাল হারের পরও ফুলেল অভ্যর্থনা পেয়েছেন খেলোয়াড়েরা। ভালো খেললে খেলোয়াড়দের অভ্যর্থনা জানানোর লোকের অভাব হয় না। খারাপ খেললে বিমানবন্দরে সাংবাদিক আর বিসিবির লজিস্টিক বিভাগের দু-একজন ছাড়া কাউকে দেখা যায় না। আজও সেটির ব্যতিক্রম হয়নি।
এমএইচ/এসি