লানজিনির পরিবর্তে আর্জেন্টিনা দলে খেলবে পেরেজ
প্রকাশিত : ২১:৫৭, ৯ জুন ২০১৮
হঠাৎ দলে ডাক পেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো পেরেজ। আর এ জন্য সে দারুণভাবে উচ্ছ্বসিত। বিশ্বকাপ শুরু শেষ মুহুর্তে এসে এমন সুযোগ পেয়ে খুশি পেরেজ। আগেরদিন অনুশীলন করার সময় মারাত্মক ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান ম্যানুয়েল লানজিনি। লানজিনির ইনজুরির সুবাদে আজ দলের কোচ হোর্হে সাম্পাওলি পেরেজের বিশ্বকাপ দলে থাকার খবর নিশ্চিত করেন।
সর্বশেষ ইকুয়েডরের বিপক্ষে আকাশি-সাদা জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমেছিলেন সাবেক এই ভ্যালেন্সিয়া অধিনায়ক। মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ টিকেট পাওয়ার ওই ঐতিহাসিক ম্যাচের পর সাম্পাওলির দলে আর ডাক পাননি ৩২ বছর বয়সী পেরেজ। আর্জেন্টিনার ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ডাক পাওয়ার অনুভূতির কথা জানাতে গিয়ে পেরেজ বলেন, ‘আমি ওকে (লানজিনি) শুভেচ্ছা জানাতে এই সুযোগটি লুফে নিতে চাই। কোচ আর দলের সেবা দিতে আমি রাশিয়ায় যাচ্ছি।’
তবে হঠাৎ করে সুযোগ পেলেও নিজের ফিটনেস সম্পর্কে প্রশ্ন করা হলে পেরেজ বলেন, ‘পাঁচদিন ধরে আমি আমার এক বন্ধু-শিক্ষকের সাথে থেকে প্র্যাকটিস করছিলাম। সুতরাং আমার কোন ফিটনেস ঘাটতি নেই।’
এসি