ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সালমাদের বিজয়ে মাশরাফিদের উল্লাস [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১০ জুন ২০১৮ | আপডেট: ১৭:১০, ১০ জুন ২০১৮

বহুজাতিক টুর্নামেন্টে বেশ কয়েকবার ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পায়ানি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরুষদের এই আক্ষেপ মিটিয়েছে নারী ক্রিকেটাররা। আজ রোববার এশিয়া কাপ টি-টোয়েন্টি ফাইনালে শক্তিশালী ভারতকে ৪ উইকেটে হারিয়েছে সালমা-রুমানারা।  তাদের এমন দারুণ বিজয়ে উল্লসিত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও।

সম্প্রতি ভারত থেকে আফগানিস্তান সিরিজ খেলে বাংলাদেশে ফিরে মিরপুরে অনুশীলন শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে বসেই টিভিতে এশিয়া কাপের ফাইনালে চোখ রেখেছিল মাশরাফি-তামিমরা।মালেয়শিয়ায় অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ ও ভরতের মধ্যকার এই খেলায় শেষ বলে দরকার ছিল ২ রানের। জাহানারার ব্যাটেই আসে কাঙ্ক্ষিত সেই লক্ষ্য। তাদের সেই বিজয় টিভিতে উপভোগ করেন তারা। তাদের এই উল্লাসের ভিডিও তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে গত ৫ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ। ১১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারের শেষ বলে জয় পায় সালমারা। 

 

এমএইচ/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি