বিয়ে করলে হাসিনকে নিমন্ত্রণ করব : শামি
প্রকাশিত : ১২:৩৩, ১১ জুন ২০১৮
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ এখনও থামেনি। সম্প্রতি শামির বিরুদ্ধে হাসিন অভিযোগ করেন, শামি আবারও বিয়ে করার পরিকল্পনা করছেন। আর এতেই আলোড়ন সৃষ্টি হয় পুরো ক্রিকেট বিশ্বে।
হাসিন অভিযোগ করে বলেন, ‘ভাইয়ের শালিকে বিয়ে করতে চলেছে শামি। ঈদের পাঁচদিন পরেই ওদের বিয়ে। মুখ চুপ রাখার জন্য টাকা দিয়ে ডিভোর্স করতে চাইছে ও।’
এমন অভিযোগ আসার পরে এবার মুখ খুললেন শামি।
তিনি বলেন, ‘প্রথম বিয়ে করে ব্যক্তিগত অনেক সম্পর্কে জড়িয়ে পড়েছি। আমি কি পাগল নাকি আবারও একবার বিয়ের পিঁড়িতে বসব!’
এর পর স্ত্রী হাসিনকে কটূক্তি করে শামি আরও বলেন, ‘শেষ কয়েক মাসে হাসিন আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছে। এখন নতুন অভিযোগ করছে। যদি দ্বিতীয়বার বিয়ে করি, তাহলে হাসিনকে নিমন্ত্রণ করব।’
এসএ/