ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আমিও টাইগার হতে চাই: রোডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ২০ জুন ২০১৮

বিশ্ব ক্রিকেটে টাইগার নামটা আগেই জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলার দামাল ছেলেরা বিশ্ব আসরে ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার মতো দলকে পরাজিত করে টাইগার নামটার জাত চিনিয়েছেন। এবার টাইগারদের কোচ হয়ে নিজেও টাইগার হওয়ার মনোবাসনা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ স্টিভ রোডস।

স্টিভ রোডস ছিলেন কাউন্টি দলের কোচ, ইংলিশ লায়নসের হয়েও কাজ করেছেন। দায়িত্ব শুরুর ঠিক পূর্বক্ষণে অনুভূতির কথা জানতে চাওয়া হলে রোডস বলেন, ‘আমি উত্তেজিত ও রোমাঞ্চিত। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল। এরকম ক্রিকেট অন্তঃপ্রাণ জাতির কোচ হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমি আমার দীর্ঘ খেলোয়াড়ি জীবন ও কোচিং অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো। আমিও টাইগার হতে চাই।

দায়িত্ব পাওয়ার পরে ঘরের মাঠে ৩ দিন শিষ্যদের দেখার সুযোগ পাবেন রোডস। তার কথা, ‘আমি এর মধ্যে ক্রিকেটারদের সঙ্গে মিনিট পনেরো কথা বলেছি। সেগুলো কিছু ব্যক্তিগত এবং দলগত কথোপকথন। তা নাইবা বললাম। আমি বিশ্বাস করি ক্রিকেট দলগত খেলা। বাংলাদেশে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা যদি ভালো জ্বলে উঠতে পারে আর টিমওয়ার্ক যদি ভালো হয়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো কিছু না হওয়ার কোনো কারণ আছে কি?’

তিনি বলেন, ‘আমি ঘরে বসে খুব কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি দেখেছি। তাদের যে ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল খুব ভালো করল তাকে আমি উস্টারশায়ারে কোচিং করিয়েছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অভিজ্ঞতা আমি বাংলাদেশের ব্যাটসম্যানদের সাথে শেয়ার করবো।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি