ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২৭ জুন ২০১৮

শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ দেয় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য রানটা খুব বেশি বড় ছিলো না। প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজদের চাপ শ্রীলঙ্কাদের হারের শঙ্কা তৈরি হলেও ম্যাচটা ঠান্ডা মাথায় বের করে নিয়েছেন দুই পেরেরা-দিলরুয়ান আর কুশল।

তাদের কার্যকরী দুটি ইনিংসে ভর করেই এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২০৪ রানেই গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। তবে জবাব দিতে নেমে তারাও ভালো করতে পারেনি, ১৫৪ রানেই থামে প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে আবারও ৯৩ রানে আটকে দেয় লঙ্কানরা। ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে তারা ৮১ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট।

চতুর্থ দিনের সকালে প্রথম ওভারেই প্রতিরোধ গড়া কুশল মেন্ডিসকে (২৫) সাজঘরে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন জেসন হোল্ডার। এই উইকেটটি নিয়ে ইনিংসে পাঁচ উইকেটও পূর্ণ করেন ক্যারিবীয় অধিনায়ক।

তবে পরের সময়টায় তার দলকে হতাশ করেছেন দিলরুয়ান আর কুশল পেরেরা। সপ্তম উইকেটে তারা ৬৩ রানে অবিচ্ছিন্ন থেকে শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। দিলরুয়ান ২৩ আর কুশল অপরাজিত ছিলেন ২৮ রানে।

সূত্র : ক্রিকইনফো।

টিআর/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি