ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সৈকতে শুভ্রতা ছড়ালেন সাকিব-শিশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৪ জুলাই ২০১৮

আফিগানিস্তান সিরিজে হারের যন্ত্রণা ভুলতে পারছিলেন না সাকিব আল হাসান। তাই স্ত্রী-কন্যাকে নিয়ে বিদেশ বিভুইয়ে বেড়িয়েছিলেন। ঈদের আগ থেকে ঘুরাঘুরি শুরু। এখন যুক্তরাষ্ট্র থেকে সোজা ওয়েস্ট ইন্ডিজে। এখানে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বেশ আয়েশ করেই ছুটিটা কাটিয়েছেন সাকিব আল হাসান। রাত পোহালেই রাজ্যের ব্যস্ততা শুরু হবে। সেই ভাবনাতেই বোধ হয় ঈদের ছুটি থেকে এখন পর্যন্ত স্ত্রী-কন্যাকে নিয়েই কাঁটালেন। ওয়েস্ট ইন্ডিজে সাগর-সুখে শুভ্রতায় হারাতে দেখা গেছে তাদের।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সেখানে দেখা যায়, কন্যা-স্ত্রীর সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন সাকিব। সাদা পোশাকে তিনজনই উপভোগ করেছেন শান্ত সাগরের সৌন্দর্য।

মুশফিকুর রহিমের পর টেস্টে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান। কিন্তু হাতের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টই খেলা হয়নি তার। উইন্ডিজের বিপক্ষে তাই সাদা পোশাকে দ্বিতীয় দফার অধিনায়কত্বের ‘অভিষেক’ হতে যাচ্ছে বুধবার।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি