ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

অসিদের পরেই টাইগারদের স্থান   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১১, ৪ জুলাই ২০১৮

আবু জায়েদ যদি আর মাত্র দুটো বল আগে আউট হতেন তাহলেই বাংলাদেশের দখলে চলে আসতো সবচেয়ে কম স্থায়ী ইনিংসের রেকর্ড। তবে তা হয়নি তাই অসিদের দখলেই রয়েছে সবচেয়ে ছোট ইনিংসের রেকর্ডটি।

বাংলাদেশ আজ এন্টিগুয়াতে ১৮.৪ ওভারে অল আউট হয় মাত্র ৪৩ রানে। কিন্তু ২০১৫ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ১৮.৩ ওভারে ৬০ রানে অল আউট হয়েছিলেন অসিরা। অসিদের এই ইনিংসটিই সবচেয়ে ছোট দৈর্ঘ্যের ইনিংস।

এর আগে ২০০৭ সালের ৩ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ওই রান করতে সাকিবদের লেগেছিল ২৫.২ ওভার।

বাংলাদেশ দলের একজন ছাড়া কেউই ব্যক্তিগত রান দুই অংকের কোটায় নিয়ে যেতে পারেন নি। শুধুমাত্র লিটন দাস ২৫ রান করেন।   

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি