তৃতীয় রাউন্ডে ফেদেরার, বিদায় রুশ সুন্দরী
প্রকাশিত : ১০:২১, ৫ জুলাই ২০১৮
উইম্বলডনে রজার ফেদেরারের জয়রথ চলছেই। দ্বিতীয় রাউন্ডেও সহজেই জয় পেলেন এই সুইস তারকা। অবাছাই তারকা লুকাস লাকোকে ৬-৪, ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি।
ম্যাচ জেতার পরে ফেদেরার বলেন, ‘‘নিজের খেলায় খুব খুশি। কোর্টে নেমে আজ প্রথম রাউন্ডের থেকে অনেক চাপমুক্ত লাগছিল। যে ভাবে চাইছি, বল মারতে পারছি। প্রতিযোগিতার প্রথম দিকে খুব বেশি পরিশ্রম না করে জিততে পারায় আরও ভাল লাগছে।’
ফেদেরারের মতো তৃতীয় রাউন্ডে উঠেছেন সেরিনা উইলিয়ামসও। তিনি ৬-১, ৬-৪ হারান অবাছাই ভিক্টোরিয়া তোমোভাকে। সাত বারের চ্যাম্পিয়ন মার্কিন তারকা ২০১৬-র পরে উইম্বলডনে খেলেননি। কিন্তু প্রথম রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ডেও এত সাবলীল ভাবে জিতলেন, মনেই হচ্ছিল না গত বার তিনি এই প্রতিযোগিতায় অনুপস্থিত ছিলেন
তবে ফেদেরার, সেরেনা জিতলেও প্রায় তিন বছর পর ঘাসের কোর্টে প্রথম জয়ের খোঁজে নেমেও হতাশ হতে হল মারিয়া শারাপোভাকে। নাটকীয়ভাবে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তিনি।
এমজে/