অস্ট্রেলিয়াকে ৪৫ রানের হারালো পাকিস্তান
প্রকাশিত : ১৮:০৪, ৫ জুলাই ২০১৮
পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে ৪৫ রানে হারালো। আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের হারারে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৯৪ রান সংগ্রহ করে। ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৯ রান সংগ্রহ করে। ফলে ৪৫ রানে জয় পায় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার পক্ষে ডিজেএম শট ৩৪ বলে করেন ২৮ রান, এজে ফিন্স ১১ বলে করেন ১৬ রান। আর এটি কেরি ২৪ বলে ৩৭ রান করে অপারিত থাকেন। আর বাকিরা তেমন ভালো করতে পারেননি। পাকিস্তানের পক্ষে শাহেন শা আফ্রিদি ৪ ওভার বল করে অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ, শদেব খান ও উসমান খান।
অস্ট্রেলিয়া টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান ১৯৪ রান করতে সহায়তা করে ফখর খান ৪২ বলে করেন ৭৩ রান। হাসান তালহাত করেন ৩০ রান ও আসিফ আলী ১৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে এনড্রো টাই তিন উইকেট ও এজে রিসার্ডসন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পাকিস্তানের ফখর জামান।
এসএইচ/