গোপনে এষার সঙ্গে সময় কাটাচ্ছেন হার্দিক!
প্রকাশিত : ১৪:১২, ১১ জুলাই ২০১৮
হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী এষা গুপ্তার সম্পর্ক রয়েছে। কিন্তু বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না অভিনেত্রী। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনওভাবেই সংবাদমাধ্যমের সামনে প্রকাশিত না হয়, সে জন্য বেশ সচেতন বলিউড অভিনেত্রী।
এষার মত হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছেন এষা গুপ্তা। ফলে, ক্যামেরার দৃষ্টি এড়িয়ে অনায়াসেই একে অপরের সঙ্গ উপভোগ করছেন।
এ বিষয়ে হার্দিক পান্ডিয়ার প্রাক্তন বান্ধবী এলি আব্রাম বলেন, এষা যেমন সম্পর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না, তেমনি হার্দিকও তার ইচ্ছের প্রতি মর্যাদা দিচ্ছেন।
সূত্র : জি নিউজ
এসএ/