স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ
প্রকাশিত : ০০:০৯, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ০০:১২, ১৩ জুলাই ২০১৮
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে এই সুযোগ পায় বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বের ফাইনালে ওঠার পাশাপাশি আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তারা।
বাছাইপর্বের ফাইনাল ম্যাচে আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
এদিকে খেলায় টসে হেরে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল দারুণ। ৭ ওভারের মধ্যেই ফিফটি তুলে ফেলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান। কিন্তু এর পরেই উইকেট হারাতে শুরু করে বাংলাদেশ, ৫২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। ৫৮ রানে ফারজানা ও ৬২ রানে রুমানাও ফিরে গেলে বেশ একটা ধাক্কাই খায় বাংলাদেশ।
অপরদিকে জয়ের লক্ষে ১২৬ রান তারা করতে নেমে শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৭ উইকেটে ৭৬ রানে ইনিংস শেষ করেছে স্কটল্যান্ড। ১০ রানে ২ উইকেট নিয়েছেন রুমানা, নাহিদা পেয়েছেন ১৬ রানে দুইটি। সালমা ও ফাহিমা পেয়েছেন একটি করে উইকেট।
এমএইচ/ এসএইচ/