আইরিশদের ১২৩ রানের টার্গেট দিলো সালমারা
প্রকাশিত : ২২:৫৫, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ০০:০০, ১৫ জুলাই ২০১৮
বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে। আইরিশদের এই রানের মধ্যে আটকে দিতে পারলে আট জাতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
আইরিশ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন বাংলাদেশের নারীরা।
বাংলাদেশের পক্ষে দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান শুরুটা ভালো করেন। মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করেন এই দুজন।
৩টি চারের মারে ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন শামীমা। এরপর দ্বিতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৫২ রান যোগ করেন আয়েশা ও ফারজানা হক।
এরপর বাংলাদেশের পক্ষে আয়েশা সংগ্রহ করেন ৪৬ রান এবং ফারজানা করেন ১৭ রান। আয়েশা তার ৪৬ রানের মধ্যে ৫ চার ও ২ ছক্কার মাধ্যমে ৪২ রান সংগ্রহ করেন। তবে শেষের ৮ ওভারে মাত্র ৪২ রান যোগ করতে সক্ষম হয় বাংলাদেশ।
আর এর মাধ্যমে তৃতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০০ রান পূরণ হয় তার। এর আগে ফারজানা হক ও রুমানা আহমেদ এই কীর্তি দেখিয়েছেন।
এখন বাংলাদেশ নারীদের সামনে আট জাতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। জিততে হলে বাংলাদেশি নারী ক্রিকেটারদের বোলিংয়ে জ্বলে উঠতে হবে।
এমএইচ/ এসএইচ/