আইরিশদের হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন সালামারা
প্রকাশিত : ২৩:৫৭, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:০৩, ১৫ জুলাই ২০১৮
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়নও হয়েছে তারা। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে।
আইরিশ অধিনায়কের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন বাংলাদেশের নারীরা। বাংলাদেশের পক্ষে দুই ওপেনার শামীমা সুলতানা ও আয়েশা রহমান শুরুটা ভালো করেন। মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে ২৮ রান যোগ করেন এই দুজন।
৩টি চারের মারে ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন শামীমা। এরপর দ্বিতীয় উইকেটে ইনিংস সর্বোচ্চ ৫২ রান যোগ করেন আয়েশা ও ফারজানা হক।
এরপর বাংলাদেশের পক্ষে আয়েশা সংগ্রহ করেন ৪৬ রান এবং ফারজানা করেন ১৭ রান। আয়েশা তার ৪৬ রানের মধ্যে ৫ চার ও ২ ছক্কার মাধ্যমে ৪২ রান সংগ্রহ করেন। তবে শেষের ৮ ওভারে মাত্র ৪২ রান যোগ করতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ হয় ১২২ রান।
এরপর ১২৩ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৯৭ রানে গুটিয়ে যায় আইরিশরা। বোলারদের মধ্যেও উজ্জ্বলতম ছিলেন পান্না ঘোষ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরু থেকেই জড়িয়ে আছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন।
এবার বড় মঞ্চে ছড়ালেন আলো। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ফাইনালে এই পেসার নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট!
আজকের খেলায় তৃতীয় ওভারে দলকে প্রথম উইকেট এনে দেন পেসার জাহানারা আলম। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আরেক পেসার পান্না ঘোষ এক ওভারেই নেন দুই উইকেট।
লড়াইয়ের চেষ্টা করেছিলেন গ্যাবি লুইস। তাকে ২৬ রানে ফেরান রুমানা আহমেদ। নাহিদা আক্তার ও রুমানার স্পিনে দ্বাদশ ওভারে ৫৪ রানেই আয়ারল্যান্ড হারায় ৬ উইকেট।
উল্লেখ্য, কদিন আগেই আয়ারল্যান্ডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আইরিশ মেয়েদের সঙ্গে তবু বাকি ছিল কিছু হিসেব চুকানোর। গত বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে হারতে হয়েছিল তাদের কাছেই। এবার সেটির শোধ তুলল বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতল আইরিশদের হারিয়েই।
উভয় দলের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২২/৯ (শামিমা ১৬, আয়েশা ৪৬, ফারজানা ১৭, নিগার ৫, সানজিদা ০, রুমানা ১, ফাহিমা ৫, জাহানারা ১২*, সালমা ৭, পান্না ০, নাহিদা ১*; ইসোবেল ০/১৬, রিচার্ডসন ০/১৬, ম্যাটকাল্ফ ২/২৪, ও’রাইলি ৪/২৮, গার্থ ০/১৮, ডেলানি ১/১৯)।
আয়ারল্যান্ড: ১৯.৪ ওভারে ৯৭ (লুইস ২৬, রিচার্ডসন ২৩, শিলিংটন ১৪, ; জাহানারা ৩-০-১২-১, সালমা ৪-০-২৪-০, পান্না ৪-০-১৬-৫, নাহিদা ৩.৪-০-১৫-২, রুমানা ৩-১-১৪-২, ফাহিমা ১-০-১৩-০)।
প্লেয়ার অব দা ম্যাচ পান্না ঘোষ।
এমএইচ/ এসএইচ/