ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

মাশরাফির ওইন্ডিজ যাত্রা আজ মধ্যরাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১৬ জুলাই ২০১৮

সব অনিশ্চয়তা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেনানী মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে দলের এ অধিনায়ক আজ দিবাগত রাত ১ টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি জ্যামাইকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

স্ত্রী সুমির অসুস্থ থাকায় মাশরাফির ওইন্ডিজ সফর নিয়ে ধোয়াশা ছিল। অনেক ক্রিকেট ভক্ত আশংকা করছিলেন ক্যারিবিয়দের বিপক্ষে সম্ভবত ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের এ প্রাণ ভোমরা।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফ্লাইট। জ্যামাইকা যাওয়ার আগে দীর্ঘ বিমান ভ্রমণে মাশরাফির প্রথম গন্তব্য ইতালির মিলান। দুবাই থেকে সাড়ে ছয় ঘন্টার ভ্রমণ শেষে মিলান পৌঁছে দুই ঘন্টার যাত্রা বিরতি। তারপর মিলান থেকে নিউইয়র্ক, সাড়ে আট ঘন্টার লম্বা জার্নি।

আগামীকাল রাত্রিটা মাশরাফির নিউইয়র্কেই কাটবে, পরদিন নিউইয়র্ক থেকে সরাসরি জ্যামাইকার ফ্লাইট। টেস্ট সিরিজ শেষে যারা মাশরাফির সঙ্গে ওয়ানডে দলে যোগ দেবেন, সেই এনামুল হক বিজয়-মোস্তাফিজুর রহমানরা তিনদিন আগেই চলে গেছেন। ওয়ানডে অধিনায়কের দেরি মূলত স্ত্রীর অসুস্থতার কারণেই।

প্রসঙ্গত, মাশরাফির স্ত্রী সুমি প্রায় দুই সপ্তাহ প্রচণ্ড জ্বরে ভুগেছেন। ব্লাড টেস্টে জ্বরের কারণও বেরিয়ে এসেছে। রক্তে এক ধরণের ব্যাকটেরিয়া ধরা পড়েছে। সেই ব্যাকটেরিয়া প্রতিরোধ তথা জ্বর নিবারণে ১০টি ইনজেকশন পুশ করার কথা বলেছিলেন চিকিৎসকরা। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রেখে সেই ইনজেকশন পুশ করা হয়েছে। স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মাশরাফি।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি