অস্ট্রেলিয়া ইনডোর ক্রিকেটে বুলবুলের ছেলে
প্রকাশিত : ১০:৫১, ১৭ জুলাই ২০১৮ | আপডেট: ১০:৫৪, ১৭ জুলাই ২০১৮
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহদি ইসলাম সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে।মাহদি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ খেলবে।
মাহদির অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলার খবর এরই মধ্যে দেশটির জাতীয় ক্রিকেট দলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিত খেলে মাহদি। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভিক্টোরিয়া একাদশ। ভিক্টোরিয়ার হয়ে এবার সাতজন সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া দলে—মাহদি এদের একজন। পুরো দলে মাহদি একমাত্র এশিয়ান তথা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
বর্তমানে আইসিসির ম্যানেজার হিসেবে মেলবোর্নে কর্মরত আমিনুল ইসলাম। ছেলের এই অর্জনে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কতটা উচ্ছ্বসিত, তার কথাতেই বেশ বোঝা গেল, ‘মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে। ক্রিকেটের প্রতি মাহদির ভালোবাসা আমার চেয়েও বেশি। ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া।
আরকে//