ভারতের বিপক্ষে ইংল্যান্ডের লক্ষ্য ২৫৭
প্রকাশিত : ২১:২০, ১৭ জুলাই ২০১৮
তিন ম্যাচ সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের লক্ষ্য রান। ইংল্যান্ডের লিডসে টসে হেরে ব্যাটিং করতে নামা ভারত আট উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান সংগ্রহ করে। আর তাই জয়ের জন্য স্বাগতিকদের চাই ২৫৭ রান।
ইনিংসের শুরুতেই ওপেনার রোহিত শর্মাকে হারিয়ে বিপাকে পরে ভারত। ১৮ বল খেলে মাত্র দুই রানে রোহিত যখন আউট হয় তখন স্কোরবোর্ডে ভারতের রান মাত্র ১৩। তবে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠেন আরেক ওপেনার শেখর ধাওয়ান। ৪৯ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন ধাওয়ান। এই দুই ব্যাটসম্যানের জুটি থেকে আসে ৭১ রান।
এরকিছু পরে দীনেশ কার্তিক আউট হলেও ৭২ বলে ৭১ রান করে আউট হন বিরাট। ভারতের বাকি ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ধোনিই উল্লেখযোগ্য রান করেন। ৬৬ বলে ৪২ রান করেন এই উইকেটকিপার। সব মিলিয়ে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫৬ রান।
ইংল্যান্ডের উইলি এবং আদিল রশিদ তিনটি করে উইকেট নেন। আর বাকি উইকেটটি নেন উড।
আজকের ম্যাচই বর্তমান সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে ভারত আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জয় পেলে ১-১ এর সমতায় রয়েছে সিরিজ।
//এস এইচ এস// এসএইচ/