ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নেইমারের পাশে দাঁড়ালেন কাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ১৮ জুলাই ২০১৮

বিশ্বকাপ চলার সময় সমালোচনার মুখে পড়েছেন ‘নিখুঁত অভিনয়ের’ জন্য। তবে বেলজিয়াম ম্যাচে ডানা মেলতে পারেননি নেইমার। এরপরই তার সমালোচনায় মুখর হয়ে উঠে ব্রাজিলের গণমাধ্যম। শুধু গণমাধ্যম-ই নয়, বরং নেইমারের নিস্প্রভ পারফরমেন্সের জন্য ব্রাজিল হেরেছে বলে মনে করেন সাবেক কিংবদন্তি কাফু ও বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো।

কঠিন সময় পার করা পিএসজি ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন ব্রাজিলের সাবেক প্লে মেকার কাকা। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এই প্লে মেকার নেইমারের পক্ষে কথা বলেছেন। তার মতে, ব্রাজিলের ব্যর্থতার পেছনে একা নেইমারকে দোষ দেওয়া মোটেও উচিত নয়। ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘ওমনিস্পোর্টস’কে কাকা বলেছেন, ‘একজনের ওপর দোষ চাপিয়ে দেওয়ার সঙ্গে আমি একমত নই। ব্রাজিল হেরেছে। বিষয়টা তো এমন নয় যে, নেইমার হেরেছে। গোটা ব্রাজিলিয়ান জাতীয় দলই বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে।’

সাবেক খেলোয়াড়দেরই সম্ভবত খোঁচা মেরেছেন তিনি পরের কথায়, ‘যে সব আলোচনা হচ্ছে, সেটা মোটেও ভারসাম্যপূর্ণ নয়। যখন সে (নেইমার) ভালো করে, তখন এটা বড় ব্যাপার। আর যখন খারাপ করে, তখনও বড় হয়ে দাঁড়ায়। ২৬ বছর বয়সী একটা ছেলে কত কী সহ্য করছে... আশা করি ও ভালো আছে। এমন অনেকে সমালোচনা করছেন, যারা বয়সে নেইমারের চেয়ে বড় ও এখনকার অবস্থানে ওর চেয়ে পরিণত।’

বেলজিয়ামের বিপক্ষে নেইমার ভালো খেলেছে দাবি করে কাকা বলেন, ‘নেইমার ভালো পাস দিয়েছে, ভালো খেলেছে, তবে গোল পায়নি। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে নেইমার, অনেকবার সতীর্থদের জন্য গোল বানিয়ে দিয়েছে; তবে এটা (ছিটকে যাওয়ার ঘটনা) ঘটে গেছে।’

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি