জিম্বাবুয়েকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়
প্রকাশিত : ০৮:৫৪, ১৯ জুলাই ২০১৮
জিম্বাবুয়ের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সে উড়ছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতে নিলো সরফরাজ আহমেদের দল।
গতকাল বুলাওয়েতে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে মাত্র ৬৭ রানে গুঁড়িয়ে দেয় পাকিস্তান, যা ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে যে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা। পাকিস্তানের বল হাতে একাই ৫ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। আগের এমন রেকর্ডে ১৯৮৬ সালে শারজায় পাকিস্তানের বোলিং তোপে ৬৪ রানে সব ক’টি উইকেট হারায় নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের দেয়া সহজ লক্ষ্যটা ৯.৫ ওভারে এক উইকেট হারিয়েই টপকে যায় পাকিস্তান।
ইনিংসের প্রথম বলে ইমাম উল হক আউট হলেও অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করেন ফখর জামান ও বাবর আজম। ফখর ২৪ বলে ৪৩ ও বাবর ১৯ রানে অপরাজিত থাকেন। ইমামকে উইকেটরক্ষকের গ্লাভসে আটকান পেসার ব্লেসিং মুজারাবানি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ৪৩ রানে ৭ উইকেটের পতন ঘটে। কিছুটা প্রতিরোধ গড়ে দলীয় সংগ্রহ ৬৪ পার করান টেলএন্ডার ওয়েলিংটন মাসাকাদজা। শেষ পর্যন্ত ২৫.১ ওভারে ৬৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাঁহাতি স্পিনার ওয়েলিংটন ১০ রানে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ১৬ রান করেন ওপেনার চামু চিবাবা। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে আসে ১৬ রান। ফাহিম-জুনায়েদদের বিধ্বংসী বোলিংয়ের সামনে আর কেউ দুই অঙ্কের দেখা পাননি। ক্যারিয়ারের ১১তম ওয়ানডেতে সেরা বোলিং উপহার দেন ২৪ বছর বয়সী আশরাফ। পাঁচ উইকেট নিতে ৮.১ ওভারে ২২ রান দেন। পাঁচ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেন পেসার জুনায়েদ খান। এ ম্যাচে বিশ্রামে থাকেন মোহাম্মদ আমির। তার পরিবর্তে দারুণ বোলিং করেন উসমান খান। চার ওভার ১৯ রান দিয়ে ১ উইকেট পান তিনি। বাকি দুই উইকেট নেন স্পিনার ইয়াসির শাহ ও শাদাব খান। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও দাপুটে জয় পায় পাকিস্তান। প্রথমটিতে ২০১ ও দ্বিতীয় ওডিআইতে ৬ উইকেটের জয় পায় সফরকারীরা। বুলাওয়েতে সিরিজের বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে ২০ ও ২২শে জুলাই।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে
২৫.১ ওভার; ৬৭ (চামু চিবাবা ১৬, হ্যামিল্টন মাসাকাদজা ১০, ওয়েলিংটন মাসাকাদজা ১০*, ফাহিম আশরাফ ৫/২২, জুনায়েদ খান ২/৭)।
পাকিস্তান
৯.৫ ওভার; ৬৯/১ (ফখর জামান ৪৩, বাবর আজম ১৯; ব্লেসিং মুজারাবানি ১/৪৩)
ফল
পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ফাহিম আশরাফ (পাকিস্তান)
এসএ/