অবশেষে জয়ের দেখা পেল টাইগাররা
প্রকাশিত : ১৫:২১, ২০ জুলাই ২০১৮
জয়ের কথা যেন ভুলতেই বসেছিল টাইগার ভক্তরা। তার উপর ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে নাকানি চুবানি খাওয়ার পর কে ভেবেছিল যে, টাইগাররা জয়ের মুখ দেখবেন। না অবশেষে জয় দেখলেন সাকিব-তামিমরা। একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ভাইস চ্যান্সেলর একাদশকে ৪ উইকেটে হারিয়ে প্রস্তুতিটা সেরে রাখলেন মুশফিক-মাহমুদউল্লাহ’রা।
স্যাবিনা পার্কে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভাইস চ্যান্সেলর একাদশ। মোসাদ্দেক সৈকত ও রুবেল হোসেনের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যাটসম্যানেরা।
জবাবে মুশফিকুর রহিমের অপরাজিত হাফসেঞ্চুরিতে মাত্র ৪৩.৩ ওভারেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই ম্যাচে ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান। দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলকে ভাল শুরু এনে দেন লিটন কুমার দাশ।
এমজে/