ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ২২ জুলাই ২০১৮

বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেটে নিষিদ্ধ হন তিনি।অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার আবার ক্রিকেটে ফিরেছেন।ঘরোয়া নয় কিংবা আন্তর্জাতিক ক্রিকেট নয়,ডারউইনে স্ট্রাইক লিগ নামের একটি আসরে খেলেছেন তিনি।

সেই ওয়ানডে ম্যাচে খেলতে নেমে ৩৬ রানের একটি ইনিংস খেলেছেন তিনি।নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় এটি তাঁর প্রথম ক্রিকেট ম্যাচ।

 

ওয়ার্নার সিটি সাইক্লোনের হয়ে নর্দান টাইডের বিপক্ষে মারারা ক্রিকেট ম্যাচে ওয়ানডে ম্যাচে অংশ নেন তিনি।বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ আরেক ক্রিকেটার ক্যামেরুন ব্যানক্রফটও একই দিনে এই প্রতিযোগিতায় অংশ নেন।

 

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ১২ মাসের জন্য এবং ব্যাটসম্যান ক্যামেরুন ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন তিনি।

এই ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার জাতীয় ও ঘরোয়া লিগে নিষিদ্ধ হলেও স্ট্রাইক লিগের মতো স্বাধীন প্রতিযোগিতাগুলোতে অংশ নিতে পারছেন।

সূত্র : ক্রিকইনফো।

 কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি