টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৯:২৯, ২২ জুলাই ২০১৮ | আপডেট: ২১:২৬, ২২ জুলাই ২০১৮
(ফাইল ফটো)
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হয়ে গেলো টাইগারদের ওয়ানডে মিশন। দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাশরাফি বিন মুর্তজাও অনেকদিন পর অধিনায়ক হিসেবে মাঠে নামলেন। গায়ানায় অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ইতিমধ্যেই টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা বাংলাদেশে জন্য ছিল দুঃস্বপ্নের। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। প্রথম টেস্টে তো নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অল-আউট হয়ে গেছে সাকিব আল হাসানের দল। হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। টানা পাঁচ ইনিংস দেড়শ পার হয়নি বাংলাদেশের স্কোর।
আজকের ম্যাচে জ্বলে উঠবে মাশরাপি বাহিনী এমনটাই আশা টাইগার ভক্তদের।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।
এসএইচ/