ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু এশিয়া কাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২৪ জুলাই ২০১৮

এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে হতে হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচটি খেলবে শ্রীলঙ্কা। মঙ্গলবার এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দল দুটি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তিন নম্বর দলটি ঠিক হয়নি এখনও। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, নেপাল, মালয়েশিয়া ও হংকংয়ের মধ্যে যে কোনও এক দল বাছাই পর্ব পেরিয়ে নেবে জায়গাটি বলে জানা গেছে।

১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগাররা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ‘এ’ গ্রুপে অপেক্ষা করছে ক্রিকেটে বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দল দুটি। যদিও নিজেদের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ দল এখনও ঠিক হয়নি ভারত ও পাকিস্তানের।

গ্রুপ পর্ব থেকে সেরা দুই দল জায়গা করে নেবে পরের রাউন্ডে। এই চার দল নিয়ে শুরু হবে ‘সুপার ফোর’। এই রাউন্ডের প্রত্যেকটি দল খেলবে তিনটি করে ম্যাচ। এরপর সেরা দুই দল জায়গা করে নেবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ের ফাইনালে। আইসিসি ওয়েবসাইট অনুযায়ী এ তথ্য দেওয়া হয়।

এশিয়া কাপের সূচি:

গ্রুপ পর্ব

১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই)

১৬ সেপ্টেম্বর: পাকিস্তান-বাছাই দল (দুবাই)

১৭ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান (আবুধাবি)

১৮ সেপ্টেম্বর: ভারত-বাছাই দল (দুবাই)

১৯ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই)

২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোর

২১ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ জয়ী-গ্রুপ ‘বি’ রানার্স-আপ (দুবাই)

২১ সেপ্টেম্বর: গ্রুপ ‘বি’ জয়ী-গ্রুপ ‘এ’ রানার্স-আপ (আবুধাবি)

২৩ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ জয়ী-গ্রুপ ‘এ’ রানার্স-আপ (দুবাই)

২৩ সেপ্টেম্বর: গ্রুপ ‘বি’ জয়ী-গ্রুপ ‘বি’ রানার্স-আপ (আবুধাবি)

২৫ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ জয়ী-গ্রুপ ‘বি’ জয়ী (দুবাই)

২৬ সেপ্টেম্বর: গ্রুপ ‘এ’ রানার্স-আপ-গ্রুপ ‘বি’ রানার্স-আপ (আবুধাবি)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর: ফাইনাল (দুবাই)।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি