মুশফিকের ২৯তম হাফ সেঞ্চুরি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৭, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১০:০৫, ২৬ জুলাই ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। তবে দলের জয়টা আসলো না। জয়ের খুব কাছে গিয়ে হারতে হয়েছে টাইগারদের।
ফিনিশিং টানতে পারলেন না মুশফিকুর রহিম। পারলেন না অধিনায়ক মাশরাফিও। তীরে এসে তরী ডুবলো সফরকারীদের। শেষ পর্যন্ত জেতা ম্যাচ হেরেই গেল তারা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩ রানে হেরে গেল টাইগাররা। রোমাঞ্চকর এ জয়ে সিরিজে ১-১ সমতা টানল ওয়েস্ট ইন্ডিজ।
এসএ/