মেসির অবসর বিষয়ে মুখ খুললেন এএফএ প্রধান
প্রকাশিত : ১৩:৩৮, ২৬ জুলাই ২০১৮
ক‘দিন আগেই শেষ হলো বিশ্বকাপ ২০১৮। ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ রাশিয়া বিশ্বকাপে দলের পারফরম্যান্সে হতাশ আর্জেন্টাইন সমর্থকরা। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় আলবেসেলিস্তেয়ারা। রাশিয়া বিশ্বকাপে মাত্র এক গোল করেন লিওনেল মেসি। অনেকে মনে করছেন, মেসি বুঝি অবসরের ঘোষণা দেবেন। তবে এখনও সেরকম কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। পেনাল্টি শুটআউট মিস করেছিলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে টানা তিন ফাইনালে হারেন বার্সেলোনার ফরোয়ার্ড। শেষ পরাজয়ে হৃদয় ভেঙে গিয়েছিল তার। যে কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। এরপর ভক্তদের অনুরোধে আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ান। তারপরও ব্যর্থ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াও মেসির কোর্টে বল ঠেলে দিলেন। জাতীয় দলে খেলবে কি-না তার সিদ্ধান্ত মেসির ওপর ছেড়ে দিয়েছেন তিনি। বলেছেন, মেসির ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। এখন তাকে একা থাকতে দেওয়া উচিত। স্পেনে টুর্নামেন্ট শুরু করতে দিন। এরপর পরের বছর কী হয় আমরা তা দেখব।
সম্প্রতি আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে, পুরনো আলেসান্দ্রো সাবেলাই দেশটির নতুন কোচ হচ্ছেন। তবে এএফএ প্রধান জানিয়েছেন, সাম্পাওলির জায়গায় এখনও কারও সঙ্গেই তাদের কথা হয়নি। চলতি মাসের ৩১ তারিখ এএফএর নির্বাহী কমিটির পরবর্তী সভায় হয়তো নতুন কোচ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
একে//