ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

মাঠে নেই, অথচ শীর্ষ ক্রিকেটার তিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৮ জুলাই ২০১৮

গত চার মাস ধরে মাঠের ভেতর-ই প্রবেশ করতে পারেননি। তবুও টেস্ট ক্রিকেটে শীর্ষ ব্যাটসম্যান হিসেবে তার নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বল টেম্পারিংয়ের দায়ে অজি ব্যাটসম্যান স্টিভন স্মিথকে এক বছরের নিষিদ্ধ করায়, গত চার মাসে মাঠেও নামতে পারেননি তিনি।

শুধু স্টিভন স্মিথ-ই নয় একই কাণ্ডে মাঠের বাইরে থাকা ডেভিড ওয়ার্নারও আছেন শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকায়। টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে ওয়ার্নার আছেন পঞ্চম অবস্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে তিন অজি ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

স্টিভেন স্মিথের পরেই আছেন, ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, ইংলিশ ব্যাটসম্যান জো রুট এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। পয়েন্টের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে আইসিসি। স্মিথ ৯২৯ পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে। তার চেয়ে ২৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। তৃতীয় অবস্থানে থাকা জো রুটের পয়েন্ট ৮৫৫।

সূত্র: ইএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি