জার্মানির কাছে ৭ গোল খাওয়া স্কলারি এখন পালমিরায়
প্রকাশিত : ১১:১৭, ২৮ জুলাই ২০১৮
চেলসির সাবেক কোচ ফিলিপ স্কলারি তৃতীয়বারের মতো পালমিরার দায়িত্ব নিয়েছেন। নিজ দেশের ক্লাব পালমিরার সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন সাবেক ব্রাজিল দলের কোচ স্কলারি।
সাও পাওলোর ক্লাবটি ৯ বারের চ্যাম্পিয়ন বলে জানা গেছে। এর আগেও দুইবার এই ক্লাবের দায়িত্ব পালন করেছেন ৬৯ বছর বয়সী স্কলারি। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পালমিরার দায়িত্ব পালন করেছেন। এরপর আবারও ২০১০ সালে চেলসি ছেড়ে পালমিরাতে যোগ দেন তিনি।
২০০২ সালে তার অধীনেই ব্রাজিল বিশ্বকাপ জেতে। তবে ২০১৪ সালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার পর দল থেকে অবসর নেন তিনি। সর্বশেষ চীনা ক্লাব গাংজোর কোচ ছিলেন তিনি। তবে ২০১৭ সালের নভেম্বর থেকে বেকার জীবন পাড় করছিলেন তিনি।
সূত্র: বিবিসি
এমজে/