ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

আফ্রিদির পাশে গেইল, সর্বোচ্চ ছক্কার রেকর্ডের হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:১৫, ৩০ জুলাই ২০১৮

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ ছক্কা আর বাহারি শটের ফুলঝুড়ি ছড়িয়েছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। আর ওই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে করা শহীদ আফ্রিদির সর্বোচ্চ ছয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। শুধু তাই নয়, আসছে টি-২০তে আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন তিনি।

ওয়ার্নার পার্কের সেন্ট কিটস স্টেডিয়ামে ৫ ছক্কা হাঁকিয়ে মোট ৪৭৬ ছক্কার মালিক বনে গেছেন গেইল। এতদিন এককভাবে শহীদ আফ্রিদি ওই রেকর্ডের মালিক ছিলেন। এদিকে আফ্রিদির যেখানে ৪৭৬ ছক্কা খেলতে সময় লেগেছে ৫২৪ ম্যাচ। ক্রিস গেইলের সেখানে সময় লেগেছে মাত্র ৪৪৩ ম্যাচ।

এদিকে আগামী ১লা আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০’র দানবখ্যাত গেইল এই সিরিজেই আফ্রিদিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাবেন। এটা এখন সময়ের ব্যাপারমাত্র।

আফ্রিদি ওয়ানডে ইনিংসে খেলেছেন ৩৫১ছক্কা। টি-২০তে ৭৩টি আর টেস্টে খেলেছেন ৫২ ছক্কা। অন্যদিকে গেইল ওয়ানডেতে ওভার বাউন্ডারি পাঠিয়েছেন ২৭৫টি, টি-২০ তে ১০৩টি এবং টেস্টে ৯৮টি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি