ফের রজার-জোকোর দ্বৈরথ
প্রকাশিত : ১৮:৫২, ২৪ আগস্ট ২০১৮
ফের দেখা যেতে পারে রজার-জোকার দ্বৈরথ! সিনসিনাটি ওপেন ফাইনালের পর ইউএস ওপেনের শেষ আটে দেখা হতে পারে বিশ্বের সাবেক এক নম্বর দুই তারকার৷ শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে পুরুষ সিঙ্গলসে রজার ফেদেরার ও নোভাক জকোভিচ দু’জনেই প্রি-কোয়ার্টার ফাইনালের গণ্ডি টপকাতে পারলেই কোয়ার্টার ফাইনালে দেখা হবে৷ গত রোববার সিনসিনাটি ওপেনের ফাইনালে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জোকার৷ রজারকে স্ট্রেট সেটে হারিয়ে বিশ্বের প্রথম পুরুষ হিসেবে ১০০০ টাইটেলসে ন’টি মাস্টার্স জেতেন জোকার৷
ইউএস ওপেনে পাঁচবারের চ্যাম্পিয়ন ফেডেরার এবার দ্বিতীয় বাছাই হিসেবে কোর্টে নামবেন৷ ফ্লাশিং মেডোয় সবচেয়ে সফল খেলোয়াড় হওয়ার হাতছানি ফেডেরারের৷ সুইস তারকার আগে রয়েছেন জিমি কনর্স এবং পিট সাম্প্রাস৷ প্রথম রাউন্ডে ফেডেরার খেলবেন নিশিয়োকার বিরুদ্ধে৷ আর দু’বারের চ্যাম্পিয়ন তথা ষষ্ঠ বাছাই জকোভিচের প্রথম প্রতিদ্বন্দ্বী মার্টন ফুকসোভিচ৷ শীর্ষ বাছাই এবং গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের সাক্ষাৎ হতে পারে ডেভিড ফেরারের৷
মহিলা সিঙ্গলসে দেখা হতে পারে দুই উইলিয়ামস বোনের৷ এর আগে দু’ দশক আগে গ্র্যান্ড স্ল্যামে দেখা হয়েছিল সেরেনা ও ভেনাস উইলিয়ামসের৷ এবার তৃতীয় রাউন্ডে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বোনের৷ জিতলে কোর্টে নামতে হতে পারে বিশ্বের এক নম্বর সিমোনা হ্যালেপের বিরুদ্ধে৷ গত সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর ফ্লাশিং মেডোর মাধ্যমে হার্ড-কোর্ট টুর্নামেন্টে ফিরতে চলেছে সেরেনা৷ ৩৬ বছরের মার্কিন মহিলা এর আগে ছ’বার ইউএস ওপেন জিতেছেন৷ তবে এবার কোর্টে নামবেন ১৭ নম্বর বাছাই হিসেবে৷ আর পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস কোর্টে নামবেন ১৬ নম্বর বাছাই হিসেবে৷
এমজে/