ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

টটেনহ্যামের কাছে ৩-০ তে হার ম্যান ইউ’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ২৮ আগস্ট ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যামের কাছে ৩-০’তে হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ওল্ড ট্রাফোর্ডে গতকাল সোমবারের ম্যাচে ম্যান ইউকে এক প্রকার উড়িয়ে দিয়ে লীগে নিজেদের শতভাগ জয় ধরে রাখলো টটেনহ্যাম।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রিঘটনের কাছে হারের পর টটেনহ্যামের মুখোমুখি ম্যান ইউ এর সামনে সুযোগ ছিলো ঘুরে দাঁড়ানোর। কোচ জোসে মরিনহোর পরিকল্পনাও হয়তো ছিল এমনই। কিন্তু সেই বাড়া ভাতে মই দিয়ে উলটো বরং স্পার্সরাই তুলে নেয় সহজ এক জয়।

খেলার প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ভাগ্য নির্ধারিত হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুইটি গোল হজম করতে হয় মরিনহোর শিষ্যদের। ৫০ মিনিটে হ্যারি কেন এবং  ৫২ মিনিটে লুকাস মোরার দ্রুত গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যাচে ৮৪-তম মিনিটে লুকাস ম্যান ইউ এর জালে আরও একবার বল জড়ালে বাকি সময়টুকু তখন শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।

সুযোগ একবার অবশ্য পেয়েছিলো ম্যান ইউ। ড্যানি রোসের ব্যাকপাস থেকে রোমেলু লুকাকু প্রায় পরাস্ত করেও ফেলেছিলেন টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসকে। কিন্তু শেষমেষ ব্যবধান কমাতে পারেনি তারা। আর এর মধ্যে দিয়ে ১৯৯২-৯৩ মৌসুমের পর সবথেকে বাজেভাবে লীগ শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচ শেষে মরিনহো সাংবাদিকদের বলেন, “ফুটবলে দর্শকেরাই সবথেকে ভালো বিচারক আর তারা খেলোয়াড়দের প্রতি দারুণ ছিলো”। তবে দলের পারফরম্যান্সে মোটেও বিচলিত নন এই কোচ। তিনি বলেন, “আমি শংকিত তবে আমি খেলোয়াড় এবং তাদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট। আমাদের অন্য অনেক ম্যাচের থেকে অনেক বেশি সুযোগ আমরা আজকে তৈরি করেছিলাম”।

অন্যদিকে জয়ে উচ্ছ্বসিত টটেনহ্যাম কোচ মরিসিও পোচেটিনহো বলেন, “ওল্ড ট্রাফোর্ডে ম্যান ইউকে হারানো খুবই কঠিন। প্রথমার্ধে তারাই প্রভাব বিস্তার করেছিলো তবে দ্বিতীয়ার্ধটা ছিলো আমাদের”।

ম্যাচে দুই গোলের জন্য ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন লুকার মোরা।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি