উয়েফার বর্ষসেরা লুকা মদ্রিচ
প্রকাশিত : ১৪:২৮, ৩১ আগস্ট ২০১৮
তীব্রভাবে লড়াই ছিল দু’জনের মধ্যে৷ প্রথমজনের নাম যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, দ্বিতীয় জন তবে মিশরীয় মেসি মহম্মদ সালাহ৷ শেষ পর্যন্ত উয়েফার বর্ষসেরা সম্মান জিতলেন অন্য ‘এলএম’৷
২০১৭-১৮ মৌসুমে উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতলেন ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদ্রিচ৷ রাশিয়া বিশ্বকাপের তার চোখধাঁধানো পারফরম্যান্সের জন্য ফুটবল বিশ্বে তিনিই এখন ‘নতুন এলএম’৷ সেরা হওয়ার দৌড়ে প্রাক্তন সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে ৯০ ভোটে হারিয়েছেন মদ্রিচ৷ সালাহ’র থেকে মদ্রিদ আবার ১৭৯ টি বেশি ভোট পেয়েছেন৷ চমকে দেওয়ার মতো তথ্য আর্জেন্টাইন লিওলেন মেসি, গ্রিজম্যানরা সেরা হওয়ার ফাইনাল দৌড়ে উঠার জন্য প্রয়োজনীয় ভোট পাননি৷ উয়েফার চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ মিলিয়ে ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিকের ভোটের বিচারে বর্ষসেরা ফুটবলার বেছে নেওয়া হয়েছে৷
প্রথমবারের জন্য উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতে মেসিকে ছুঁয়ে ফেললেন ক্রোয়েশিয়ান মদ্রিচ৷ এর আগে উয়েফার বর্ষসেরা পুরস্কার ও বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের নজির রয়েছে মেসির৷ রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পর এবার উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতে নিয়ে মেসির এই কীর্তি ছুঁয়ে ফেললেন লুকা মদ্রিচ৷ মেসি অবশ্য একই ফুটবল বর্ষে দুই পুরস্কার জেতেননি৷ মদ্রিদ সেই কীর্তি গড়েন নতুন নজির লিখলেন৷ এর আগে এই কীর্তি রয়েছে ব্রাজিলিয়ান রোনালদোর৷ ১৯৯৮ এর বিশ্বকাপে সোনার বল জয়ের পাশাপাশি সেই ফুটবল মৌসুমে উয়েফার বর্ষসেরা হয়েছিলেন সিনিয়র রোনালদো৷
অন্যদিকে, বর্ষসেরা পুরস্কার হাতছাড়া করলেও উয়েফার বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার পেয়েছেন ক্রিস্টিয়ানো৷ সেই সঙ্গে বর্ষসেরা গোলকিপার হয়েছেন নাভাস৷ বর্ষসেরা ডিফেন্ডার রামোস৷ বর্ষসেরা মিডফিল্ডার মদ্রিচ৷
সেরা ১০
১. লুকা মদ্রিচ (রিয়েল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়া)- ৩১৩ পয়েন্ট
২. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্তাস/রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল)- ২২৩ পয়েন্ট
৩. মহম্মদ সালাহ (লিভারপুলি এবং মিশর)- ১৩৪ পয়েন্ট
৪. এন্তোনিও গ্রিজম্যান (অ্যাতলেটিকো এবং ফ্রান্স)- ৭২ পয়েন্ট
৫. লিওনেল মেসি (বার্সেলোনা এবং আর্জেন্টিনা)- ৫৫ পয়েন্ট
৬. কিলিয়ান এমবাপে (পেরিস এবং ফ্রান্স)- ৪৩ পয়েন্ট
৭. কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি এবং বেলজিয়াম)- ২৮ পয়েন্ট
৮. রাফায়েল ভারান (রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স)- ২৩ পয়েন্ট
৯. ইডেন হ্যাজার্ড (চেলসি এবং বেলজিয়াম)- ১৫ পয়েন্ট
১০. সের্জিও র্যামোস (রিয়াল মাদ্রিদ এবং স্প্যান)- ১২ পয়েন্ট
সূত্র: কলকাতা ২৪x৭
একে//