মঈন ঘূর্ণিতে ২৭৩-এই শেষ ভারতের প্রথম ইনিংস
প্রকাশিত : ১৩:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৮
সাউথাম্পটন টেস্টের প্রথম ইনিংসে ২৭৩ রানেই অলআউট ভারত। পুজারার অপরাজিত ১৩২ রানের পরেও ইংলিশ স্পিনার মঈন আলীর ঘূর্ণিতে বড় সংগ্রহ ছাড়াই মাত্র ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করতে হয় সফরকারীদের।
চলতি পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৬ রান তোলে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম দিনে অলআউট হওয়া ইংল্যান্ডকে বেশ ভালোভাবেই জবাব দিচ্ছিলো টিম ইন্ডিয়া। কিন্তু গত মার্চের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা মঈন আলীর কাছেই থেমে যেতে হয় ভারতীয়দের।
২ উইকেট হারিয়ে ১৪২ রানে থাকা ভারত দুইশ কোঠা পেরোনের আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট। ১৯৫ রানে নিজেদের অষ্টম উইকেট হারায় ভারতীয়রা।অর্থাৎ ৫৩ রান তুলতেই সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলিসহ বাকিরা। আর এই ৬ উইকেটের মধ্যে ৪ উইকেটই নেন মঈন আলী। এছাড়াও মাত্র ৬৩ রান দিয়ে মোট ৫ উইকেট নেন এই অলরাউন্ডার।
তবে ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনে একমাত্র ব্যতিক্রম ছিলেন চেতশ্বর পূজারা। প্রথম দুই ম্যাচে দলের বাইরে থাকা পূজারা তৃতীয় টেস্টের পারফরম্যান্স অব্যাহত রাখেন চলতি টেস্টেও। সবাই যখন আসা যাওয়ার মিছিলে তখন একপাশ আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান। ১৩২ রানের মধ্যে ৭২ রান করেন শেষ দুই উইকেট জুটিতে। ইশান্ত শর্মা আর বুমরাহকে নিয়ে রীতিমত ঘাম ঝড়িয়ে ছাড়েন ইংলিশ বোলারদের।
৪৬ আর ৯৯-তে থাকতে দুইবার জীবন পেয়েছেন পূজারা। প্রথমবার স্লিপে কুরান তালুবন্দী করতে ব্যর্থ হন পূজারাকে। আর দ্বিতীয়বার মঈন আলীর আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার এলবিডব্লিউ দিলেও রিভিউতে বেঁচে যান এই ব্যাটসম্যান।
কুক আর জেনিংস মিলে শুরু করবেন তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় ইনিংসে ৬ রান নিয়ে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। ভারতের থেকে ২১ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা।
দিনের খেলা শেষে উচ্ছ্বসিত স্কাই স্পোর্টসকে মঈন আলী বলেন, “আমি ভেতর থেকেই জানি যে, আমি পূর্ণাঙ্গ একজন স্পিনার না। তবে আমার দিনে আমি ভিন্নরকম বল করতে পারি”।
৩০০ রান সংগ্রহ করলে জয়ের আশা দেখছেন মঈন। তিনি বলেন, “ভারতকে ৩০০ রানের টার্গেট দিলে এই ম্যাচ জেতা সম্ভব। তবে তাও বেশ কঠিন হবে”।
বর্তমানে ২-১ এ সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।
//এস এইচ এস//