ব্র্যাডম্যানকে টপকে গেলেন বিরাট
প্রকাশিত : ২৩:৫৮, ৩ সেপ্টেম্বর ২০১৮
সাউদাম্পটনে ইংল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল সিরিজ হারলেও এদিন বেশ কয়েকটি রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি একের পর এক রেকর্ড করে যাচ্ছেন। এবার ব্র্যাডম্যানকে টপকে গেলেন।
সাউদাম্পটনে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেন বিরাট কোহলি।
চলতি সিরিজে চার টেস্টে বিরাট কোহলির মোট রান ৫৪৪। ব্যাটিং গড় ৬৮। দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন তিনটি হাফসেঞ্চুরিও। এখনও একটি টেস্ট বাকি আছে। বিরাটই প্রথম ভারত অধিনায়ক যিনি দেশের বাইরে কোনও টেস্ট সিরিজে ৫০০ রান করলেন।
ইংল্যান্ডের মাটিতে একটি সিরিজে সফরকারী দলের অধিনায়কদের রানের তালিকায় তিনি রয়েছেন বর্তমানে পাঁচ নম্বরে। রোববারই ডন ব্র্যাডম্যানকে টপকে যান বিরাট। ১৯৪৮ সালে অ্যাসেজ সিরিজে ব্র্যাডম্যান করেছিলেন ৫০৮ রান।
অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন বিরাট। ভেঙে দিলেন ব্রায়ান লারার রেকর্ড। সবচেয়ে কম টেস্টে ও কম সময়ে ৪০০০ রান করলেন তিনি। ৩৯টি টেস্ট ও ৬৫টি ইনিংসে এই নজির গড়েন বিরাট। অধিনায়ক হিসেবে ৪০০০ টেস্ট রান করতে লারা নিয়েছিলেন ৪০টি টেস্ট ও ৭১টি ইনিংস।
বিরাট কোহলিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে ৪০০০ টেস্ট রান করলেন। অধিনায়ক হিসেবে দ্রুততম ৪০০০ রান করলেন বিরাট। এই রান করতে তার সময় লাগল ৩ বছর ২৬৫ দিন।
তথ্যসূত্র: জি ২৪ঘণ্টা।
এসএইচ/