ইংল্যান্ড সিরিজ হার নিয়ে শাস্ত্রীকে কটাক্ষ বীরুর
প্রকাশিত : ১৭:৪০, ৪ সেপ্টেম্বর ২০১৮
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে থেকে টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী দাবি করে আসছেন, এটাই ভারতের সর্বকালের সেরা বিদেশ সফরকারী দল৷ অথচ সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এশিয়ার বাইরে টেস্ট সিরিজ জয়ের নজির নেই কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের৷
ওয়েস্ট ইন্ডিজে কোহলির ভারত টেস্ট সিরিজ জিতে আসে অনিল কুম্বলের কোচিংয়ে৷ শাস্ত্রী টিম ডিরেক্টর থাকাকালীন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হেরেছে ভারত৷ পরে শাস্ত্রীর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা ও চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলে টিম ইন্ডিয়া৷ প্রোটিয়া সফরের মতো ইংল্যান্ডেও ইতিমধ্যেই সিরিজ হেরে বসে রয়েছে কোহলিরা।
এই অবস্থায় শাস্ত্রীর বুক ফোলানো ফাঁকা আওয়াজের বিরুদ্ধে সরব হলেন বীরেন্দ্র সেহওয়াগ৷ বীরু জানান, মাঠের পারফরম্যান্স দিয়েই সেরা বিদেশ সফরকারী দলের বিচার করা হয়৷ মাঠের বাইরে বসে বড়বড় কথা বললেই সেরা দল হওয়া যায় না৷
সেহওয়াগের কথায়, বিদেশ সফরে কোন দল সেরা, তা বিচার করা হয় মাঠের পারফরম্যান্স দিয়েই৷ ড্রেসিং রুমে বসে নিজেদের সেরা বললেই সেরা হওয়া যায় না৷ কেউ চাইলে নিজের ইচ্ছে মতো যা খুশি বলতে পারে৷ যতক্ষণ না ব্যাট কথা বলছে, কোনও দল কখনই সেরা সফরকারী দল হতে পারে না৷
ইংল্যান্ড সফরে এজবাস্ট টেস্টে জয়ের সুযোগ তৈরি করলেও ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে ম্যাচ হারতে হয় কোহলিদের৷ লর্ডসে পুনরায় চুড়ান্ত ব্যাটিং ভরাডুবিতে ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারত৷ ট্রেন্ট ব্রিজে তৃতীয়টেস্ট জিতে সিরিজে ফেরার লক্ষণ দেখালেও সাউদাম্পটনে আবার পরাজয়ের সরণীতে ফেরে টিম ইন্ডিয়া৷ ইতিমধ্যেই টেস্ট সিরিজ হেরে বসা ভারতীয় দল ৭ সেপ্টেম্বর থেকে নিয়মরক্ষার শেষ টেস্টে খেলতে নামবে৷
তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।
এসএইচ/