হাফিজের ক্যারিয়ার কি শেষ?
প্রকাশিত : ২০:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:০১, ৫ সেপ্টেম্বর ২০১৮
জিম্বাবুয়ে সিরিজে দলে রাখা হলেও একটি ম্যাচও খেলানো হয়নি পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। এশিয়া কাপে এবার মূল দলেও রাখা হয়নি তাকে। আর এতেই শঙ্কায় পড়েছে মোহাম্মদ হাফিজের ক্যারিয়ার। অনেকেরই আশঙ্কা, ৩৭ বছর বয়সী হাফিজের ক্যারিয়ারে কি এখনই দাঁড়ি পড়ে যাচ্ছে?
তবে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও পিসিবির নির্বাচক কমিটির প্রধান ইনজামাম-উল-হক বলেছেন, এশিয়া কাপে হাফিজকে দলে না রাখা হলেও পরবর্তী বিশ্বকাপে পরিকল্পনায় রয়েছেন তিনি। কিন্তু বাস্তবতা কি তাই বলে? তা মোটেই মানতে নারাজ হাফিজ ভক্তরা।
মূলত এশিয়া কাপের মধ্য দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দলগুলো। আর এ লক্ষ্যেই দলের তালিকা তৈরি করা হয়েছে। আর সে তালিকায় হাফিজের না থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তবে ইনজামাম বলেন, হাফিজের ওপর এখনো আমাদের ভরসা আছে। ২০১৯ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপের পরিকল্পনায় আছে সে। কিন্তু কী কারণে তাকে বাদ দেয়া হয়েছে সুস্পষ্টভাবে সেই ব্যাখ্যা দেননি তিনি।
এমজে/