ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

সেমিতে জকোভিচ, প্রতিপক্ষ নিশিকোরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৮

রূপকথার গল্পের মতোই ঘটনার জন্ম দিয়েছিলেন জন মিলম্যান। রজার ফেদেরারকে হারিয়ে দিয়ে ৫৫ নম্বর এ তারকা হৈচৈ ফেলে দিয়েছিলেন টেনিস বিশ্বে। শেষ পর্যন্ত নোভাক জকোভিচের কাছে হার মানলো সে রূপকথার গল্প। আর এতেই সেমিতে পা দেন জকোভিচ।  

গতকাল ফ্ল্যাশিং মিডোর সেন্টার কোর্টে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে সহজেই অসি উঠতি তারকাকে পরাজিত করে গত ১১ বছরে ১১বারের মত ইউএস ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করলেন সার্বিয়ান এ সুপারস্টার। এদিকে ২১তম বাছাই নিশিকোরি ক্রোয়েশিয়ান তারকা মারিন সিলিচকে ৪ ঘন্টা ৮ মিনিটের দীর্ঘ লড়াই শেষে ২-৬, ৬-৪, ৭-৬ (৭/৫), ৪-৬, ৬-৪ গেমে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছেন।

কব্জির ইনজুরির কারনে গত বছর ইউএস ওপেনে খেলতে না পারা জাপানি তারকা কেই নিশিকোরি এবার ফর্মের তুঙ্গে রয়েছেন। ২০১৪ সালে সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচকে পরাজিত করে প্রথমবারের মত কোন এশিয়ান হিসেবে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন নিশিকোরি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি