ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাকিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৮

সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশের ফুটবলারেরা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৮৪ মিনিটের মাথায় তপু বর্মণের গোলে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পর উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালালেও শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। এতে l দু্ই ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে শুরুতেই পাকিস্তান শিবিরে আক্রমণের ধার শানিত করে ফুটবলারেরা। তবে বারবার আক্রমণ চালালেও গোলের দেখা যেন পাচ্ছিলেন না মাহবুবুর রহমান সুহিলরা। দীর্ঘ তিন বছর নির্বাসনে থাকার পর শক্তিশালী নেপালকে হারিয়ে দেওয়া পাকিস্তানও বেশ কয়েকবার আক্রমণ চালায়। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।  

প্রথমার্ধে বাংলাদেশ গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলরক্ষক শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান। বাংলাদেশ এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে ইংলিশ কোচ জেমি ডে একাদশে রেখেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

বাংলাদেশ দল : শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

এমজে/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি