দ্বিতীয় সারির ক্লাবের কোচ হলেন ম্যারাডোনা
প্রকাশিত : ১৭:৫৮, ৭ সেপ্টেম্বর ২০১৮
২০১০ সালে জার্মানির কাছে আর্জেন্টিনার ৪-০ গোলের হারের পর জাতীয় দলের দায়িত্ব ছাড়তে হয় ম্যারাডোনাকে। এরপর আরব আমিরাতের কয়েকটি ক্লাবের দায়িত্ব পালন করার পর কোনো দেশ তো নয়-ই বরং প্রথম সারির কোনো ক্লাবেরও দায়িত্ব পাননি তিনি।
দীর্ঘ বিরতির পর আবারও তাকে দেখা যাবে দলের নেতৃত্ব দেওয়ার। মেক্সিকান ক্লাবের দ্বিতীয় সারির ক্লাব দোরাদোস দে সিনালোয়ারের দায়িত্ব নিচ্ছেন তিনি। দেশের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মারাদোনা অবশ্য পরের আট বছরে সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে ছাড়া অন্য কোথাও কোনো দলের কোচের দায়িত্ব পালন করেননি। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ফুজাইরাহর কোচ ছিলেন মারাদোনা। চলতি বছরের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব ছাড়েন তিনি।
দোরাদোস ক্লাবটি ২০০৩ সালে গড়ে ওঠে। ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে এখানে ছয় মাস ছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
এমজে/