দাম্পত্য জীবনে এক যুগ পার করেছে মাশরাফি
প্রকাশিত : ২৩:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৮
দাম্পত্য জীবনের এক যুগ পার করেছে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা। গতকাল ৭ সেপ্টেম্বর ছিল তাদের ১২তম বিবাহবার্ষিকী। বৈবাহিক জীবনে দুই সন্তান নিয়ে সুখের সংসার তাদের। ক্রিকেট অঙ্গনের এই দম্পতি (মাশরাফি-সুমি)কে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি ভক্তসহ তার বন্ধুরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টার পর থেকেই মাশরাফি দম্পতির জন্য শুভকামনা করেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা।
শেখ নয়ন নামে এক ভক্ত ফেসবুকে লিখেছেন-‘শুভ বিবাহবার্ষিকী ভাই-ভাবি।
এমবিএ লিংকন লিখেছেন-‘নড়াইল তথা বাংলার ১৮ কোটি মানুষের মধ্যমনি ও গর্ব,‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজার শুভ বিবাহবার্ষিকী। শুভ হোক আগামীর দিনগুলি।’
হিরা সারথীর মন্তব্য-‘বিবাহবার্ষিকীতে অভিনন্দন বন্ধু, অনেক অনেক ভালো থাকো সব সময়।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন শুভেচ্ছা জানিয়েছেন,’শুভ বিবাহবার্ষিকী ভাই-ভাবী, শুভকামনা ও আপনাদের সফলতা কামনা করি নিরন্তর...।’
এছাড়া ফেসবুকবন্ধুরা মাশরাফির বিয়ের দিনের ছবিসহ তার স্ত্রী ও সন্তানদের ছবিও পোস্ট করেছেন। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটদলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য দোয়াসহ ভালো ক্রিকেট খেলার প্রত্যশা করেন ভক্তরা।
জানা যায়, ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইল চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। নড়াইল শহরের রূপগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়।
পরের দিন ৮ সেপ্টেম্বর চিত্রা নদীর কোল ঘেঁসে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে বৌভাত অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলের তৎকালীন সভাপতি, কোচ, খেলোয়াড়, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা হয়েছিল।
এদিকে, মাশরাফি ও তার পরিবার কখনোই বিবাহবার্ষিকী এবং জন্মদিন ধূমধামভাবে করে পালন করেন না। এক্ষেত্রে সবার কাছে দোয়া চেয়েছেন তারা। মাশরাফি-সুমির দাম্পত্য জীবনে হুমায়রা এবং সাহেল নামে দুই সন্তান রয়েছে।
কেআই/ এসএইচ/