ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেল পোত্রোকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইউএস ওপেনের ফাইনালে জুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়ে পিট সাম্প্রাসের সঙ্গে এক আসনে চলে এলেন নোভাক জোকোভিচ। এ জয়ের মাধ্যমে জীবনের ১৪তম গ্রান্ড স্লাম জয় করেন তিন। রাফায়েল নাদালের থেকে আর মাত্র ৩টি গ্রান্ড স্ল্যামে পিছিয়ে জোকোভিচ।

ইউএস ওপেনের ফাইনালে জোকোভিচ দেল পোত্রোকে হারিয়ে দেন স্ট্রেট সেটে। খেলার ফলাফল ৬-৩, ৭-৬ ও ৬-৩। ২০১১ ও ২০১৫ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকারকে অবশ্য কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিলেন পোত্রো। সেকেন্ড সেটে জোকোকে ঘামিয়ে দেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি পোত্রোরো। তবে মাথা ঠাণ্ডা রেখে খেলায় টিকে থাকেন নোভাক।

হাঁটুর অস্ত্রপচার থেকে ফিরে চারটি বড় টুর্নামেন্টের মধ্যে তিনটিতে জিতলেন সার্বিয়ান এই স্টার। রবিবার যে কোর্টে খেলে ইউএস ওপেন খেতাব জোকো তুলে নিলেন সেখানেই জীবনের ১৪তম গ্রান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন পিট সাম্প্রাস।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি