ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানের অপেক্ষায় সানিয়া, চলছে পারিবারিক পার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টেনিস তারকা সানিয়া মির্জা। অপেক্ষায় আছেন কোল জুড়ে সন্তান আসার। শুধু অপেক্ষা নয়, নিজের গর্ভাবস্থা বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি। যার প্রমাণ পাওয়া গেলো তার ইন্সটাগ্রামে। মা হতে চলা সানিয়া সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে ‘পাজামা পার্টি করেছেন। সেই পার্টির মজার সব ভিডিও এবং ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।

সেই সঙ্গে তিনি লিখেছেন ‘সব আকারে এবং সব মাপে আমাদের পাওয়া যায়। কিন্তু এরা আমার জীবনের ধ্রুবক ... ধন্যবাদ সবাইকে!’

পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে সানিয়া এবং তার বোন আনাম, বিভিন্ন পশুর বিশেষ ধরণের পাজামা পরেছেন। সানিয়া একটি সবুজ রঙের হাতির পোশাক পরেছেন, তার বোন আনাম গোলাপী খরগোশের মতো পোশাক পরেছেন। অন্য ছবি আর ভিডিও-তে দেখা যাচ্ছে মজার সব পারফর্ম্যান্স আর বিশেষ বিশেষ মুহূর্ত।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে সানিয়া একটি কেক কাটছেন। তাতে চিৎকার করে তিনি তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের উদ্দেশ্যে বলেছেন ‘মিস ইউ’!

ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘তোমাকে মিস করেছি। কিন্তু দায়িত্ব তো সবার আগে।’

উল্লেখ্য, অক্টোবরে সানিয়া মির্জা ও শোয়েব মালিকের প্রথম সন্তানের জন্ম হতে চলেছে।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি