তিন গ্র্যান্ড মাস্টারকে হারালেন খুদে ফাহাদ
প্রকাশিত : ১৬:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৮
দাবায় নতুন রেকর্ড করলেন ফিদে মাস্টার ফাহাদ। তিন জন গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে এই খুদে ফাহাদ এবারের চ্যাম্পিয়ন হয়েছেন দাবায়। ভারতের দিব্যেন্দু বড়ুয়া, বাংলাদেশের আবদুল্লাহ আল রাকিবের পর সবশেষ জিয়াউর রহমান, এই তিন গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে অনন্য এক কীর্তি গড়েছে খুদে ফিদে মাস্টার ফাহাদ। পুরস্কার হিসেবে ফাহাদ পেয়েছে এক হাজার ৫০০ মার্কিন ডলার।
আসর শুরুর আগে, ৩০ প্রতিযোগীর ভেতর রেটিং অনুযায়ী ফাহাদের অবস্থান ছিল ১১তম স্থানে। ১০ রাউন্ডের টুর্নামেন্ট শেষে ফাহাদ সবার ওপরে। রানার-আপ হয়েছেন ধূলিপাল চন্দ্র প্রসাদ আর তৃতীয় হয়েছেন জিয়াউর রহমান। এ মাসের শেষ দিকে ফিদে অলিম্পিয়াডে খেলতে যাওয়ার আগে এই টুর্নামেন্টের সাফল্য অনেক অনুপ্রাণিত করবে ফাহাদকে, এমনটাই জানা গেলো তার কাছ থেকে, ‘আমার এর পরের টুর্নামেন্ট জর্জিয়াতে ফিদে অলিম্পিয়াড। সেখানে যাওয়ার আগে আমার প্রস্তুতিটা খুব ভালো হলো।
এসএইচ/