সালভাদরের জালে ৫ গোল ব্রাজিলের
প্রকাশিত : ১০:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৮
এল সালভাদরের বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বাংলাদেশ সময় বুধবার সকালে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে ৫-০ গোলে জয় পায় নেইমারের দল।
খেলায় গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন নেইমার। এদিকে জাতীয় দলের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই জোড়া গোল করলেন রিশার্লিসন।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর এ নিয়ে তিতের দল টানা দুটি জয় পেয়েছে।
খেলার চতুর্থ মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় ব্রাজিল। রিশার্লিসন প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ষোড়শ মিনিটে নেইমারের পাস ডি-বক্সে পেয়ে দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নেন এভারটন ফরোয়ার্ড রিশার্লিসন।
এর তিন দিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। ওই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন নেইমার।
আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ৫৯টি। ব্রাজিলের হয়ে তার চেয়ে বেশি গোল আছে কেবল রোনালদো (৬২) ও পেলের (৭৭)।
সূত্র : গোলডটকম।
এমএইচ/ এআর