ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

অধিনায়কত্ব ছাড়ার আসল কারণ বললেন ধোনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

চাইলে আরও কিছুদিন অধিনায়ক থাকতেই পারতেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ৩ বছর আগে হঠাৎ করেই প্রথমে টেস্ট এবং পরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক কিন্তু অধিনায়কের পদ ধরে রাখেননি। তার পর থেকে ক্যাপ্টেন্সি ছাড়ার ইস্যু নিয়ে আর কোনও কথা বলেননি ক্যাপ্টেন কুল।

এতদিন পর ধোনি বললেন, ‘আমি চেয়েছিলাম পরবর্তী ক্যাপ্টেন যেন ২০১৯ বিশ্বকাপের আগে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় পায়। একজন নতুন ক্যাপ্টেন কোনও বড় টুর্নামেন্টের আগে যথেষ্ট সময় না পেলে তার পক্ষে ভাল দল গড়া কখনওই সম্ভব নয়। তাই আমার মনে হয় আমি সঠিক সময় ক্যাপ্টেন্সি ছেড়েছি।‘

একইসঙ্গে ইংল্যান্ডে ভারতীয় দলের সিরিজ হার নিয়ে কথা বললেন ধোনি। তার মতে, ‘সিরিজ শুরুর আগে ভারতীয় দল দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেনি। তার জন্য টেস্ট সিরিজের প্রস্তুতিতে খামতি থাকতে পারে। বিদেশের মাঠ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হলে প্রস্তুতি ম্যাচে খেলাটা অ্যাডভান্টেজ। তবে বিরাটের এই দলটাকে দুঃসময় সমর্থন জোগানো উচিত। ভুললে চলবে না, এই দলটা কিন্তু টেস্টে এক নম্বর।’

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি